নিজস্ব প্রতিবেদন: এবার থেকে রাজধানীর রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স (Driving license) অথবা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) রাখা বাধ্যতামূলক নয়। এ নিয়ে আর চিন্তা করতে হবে না গাড়িচালকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি সরকার (Delhi Govt) জানিয়েছে, ডিজি-লকার (Digi-Locker) বা এম-পরিবহন (m-Paribahan) মোবাইল অ্যাপে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য তথ্যাদি সেভ রাখলেই হবে। রাস্তায় ট্রাফিক পুলিস বা পরিবহন দফতরে যেকোন কাজের জন্য সেই অ্যাপে সেভ করা ডকুমেন্টস দেখালেই হবে। 


আরও পড়ুন, বর্ষাকালে বার বার হাতে থাকা Mobile Phone ভিজে যাচ্ছে? জেনে নিন সামান্য কয়েকটি টিপস


উল্লেখ্য, মোটর ভেহিকেলস আইন, ১৯৮৮ (Motor Vehicles Act, 1988) অনুযায়ী অ্যাপে সেভ করা তথ্যাদিও আসলের মতোই গণ্য করা হবে। তাছাড়া তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ (IT Act, 2000) অনুসারেও উপরোক্ত তথ্যাদি হার্ড কপির মতোই বৈধ।


এ  ব্যাপারে জেনে রাখা দরকার, মোবাইল অ্যাপে রাখা এই সফট কপিগুলি কখনই গ্রাহকের আসল তথ্যাদি বলে গণ্য করা হবে না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)