ওয়েব ডেস্ক : দিওয়ালি গ্রাহকদের জন্য দারুণ অফার দিচ্ছে ভোডাফোন। দিওয়ালির সময় দেশের মধ্যে আপনি যেকোনও জায়গায় ঘুরতে যেতে পারেন নিশ্চিন্তে। কোনও রোমিং চার্জ থাকছে না। ভোডাফোন সংস্থার তরফে জানানো হয়েছে, দিওয়ালি উপলক্ষ্যে ইনকামিং কলের উপর থেকে রোমিং চার্জ তুলে নিচ্ছে তারা।


কোম্পানির ডিরেক্টর কমার্শিয়াল সন্দীপ কাটারিয়া জানিয়েছেন, আউটগোয়িং-এর ক্ষেত্রে রোমিং চার্জ থাকছে। কিন্তু, সেই রেট অনেকটাই কম। গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছিল ইমকামিং রোমিং চার্জ নিয়ে। এবার তার সুরাহা হল। নিশ্চিন্তে দিওয়ালি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।