নিজস্ব প্রতিবেদন: সস্তা হল Nokia 2.3। প্রায় ১,০০০ টাকা দাম কমিয়েছে HMD Global । ২ জিবি RAM + ৩২ জিবি স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। Amazon ও Nokia.com থেকে ইতিমধ্যেই নতুন দামে নতুন ফিচারে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এক নজরে দেখে নিন Nokia 2.3-এর স্পেসিফিকেশন আর নতুন দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Nokia 2.3-এর স্পেসিফিকেশন আর নতুন দাম:


১) ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে এই ফোনে। 


২) এই ফোনে আছে MediaTek Helio A22 চিপসেট।


৩) এই ফোনে ২ জিবি RAM আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৪) ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)। এই ফোনের অন্য়ত্তম ইউএসপি, এই ক্যামেরায় ভাল ছবি তোলার লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই ১৫টা ছবি তুলতে থাকে Nokia 2.3। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।


আরও পড়ুন: একাধিক আকর্ষণীয় ফিচারে মিডরেঞ্জের স্মার্টফোনের বাজার ধরতে আসছে Oppo A31


৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি।


৬) এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। এছাড়া থাকছে একটি Google Assistant বাটন।


৭) Nokia 2.3-এর গত বছর লঞ্চের সময় দাম ছিল ৮,১৯৯ টাকা, দাম কমে ৭,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।