নিজস্ব প্রতিবেদন: বুধবার ভারতে লঞ্চ হল Nokia 2.3। বিশ্ব বাজারে আগেই এই ফোন লঞ্চ করেছিল HMD Global। সংস্থা জানিয়েছে, ফোন কেনার এক বছরের মধ্যে হার্ডওয়্যারে কোনও সমস্যা হলে সম্পূর্ণ বিনামূল্যে হ্যান্ডসেট বদলে দেওয়া হবে। সংস্থার দাবি, একবার ফুল চার্জ হওয়ার পর টানা ৪৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Nokia 2.3 থেকে। এক নজরে দেখে নিন বাজেট সেগমেন্টের নতুন Nokia 2.3-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Nokia 2.3-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮০ শতাংশেরও বেশি। থাকছে ডিউ ড্রপ নচ।


২) ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Nokia 2.3 যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।


৩) এই ফোনে থাকছে Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে। ভবিষ্যতে এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। থাকছে MediaTek Helio A22 চিপসেট।


আরও পড়ুন: এ বার ২ দিনের মধ্যেই মোবাইল নম্বর ‘পোর্ট’ করানো যাবে! কার্যকর হল ট্রাইয়ের নয়া নির্দেশ


৪) ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেল (ডেপ্ত সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


৫) কানেক্টিভিটির জন্য Nokia 2.3 ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) আর ৩.৫ মিমি অডিও জ্যাক।


৬) ৪,০০০ mAh ব্যাটারি থাকছে Nokia 2.3-এ। রয়েছে 5W চার্জার।


৭) Nokia 2.3-এর দাম ৮,১৯৯ টাকা। ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে Nokia 2.3 ফোনের বিক্রি। ভারতে Nokia-এর অফিশিয়াল অনলাইন শপ ও অংখ্য অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Nokia 2.3।