নিজস্ব প্রতিনিধি:  অবিশ্বাস্য ফিচার্স নিয়ে বাজারে আসছে নোকিয়া ২। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্ভবত মঙ্গলবারই ভারতে লঞ্চ করবে এই ফোন। সংস্থার দাবি, এই ফোনের দামও হবে গ্রাহকদের সাধ্যেরই মধ্যে। মনে করা হচ্ছে নোকিয়া ৩-এর থেকেও কম দামে বাজারে আসছে এই ফোন। সেক্ষেত্রে এই ফোনের দাম আট হাজার টাকার মধ্যে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী ফিচার্স থাকছে এই ফোনে?


৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা


ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল


১ জিবি র‌্যাম।


৮ জিবি ইনবিল্ট স্টোরেজ


৫ ইঞ্চি এইচডি স্ক্রিন


৭২০x১২৮০ পিক্সেল রেজোলিউশন ডিসপ্লে


মঙ্গলবার গ্লোবাল গুরুগ্রামে একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে, ওই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নোকিয়া ২। অবিশ্বাস্য ফিচার্স নিয়ে একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই আনা হচ্ছে এই ফোনকে। বস্তুত গ্রাহকদের মন জয় করতেই সংস্থার এই উদ্যোগ।