লঞ্চ করছে নোকিয়া ৮, জেনে নিন ফিচার্স-দামসহ সব কিছু
ওয়েব ডেস্ক: নতুন নতুন আকর্ষণীয় ফিচার্স নিয়ে ২০ অক্টোবর লঞ্চ করতে চলেছে নোকিয়া ৮। 6 GB RAM এবং 128 GB ইনবিল্ড স্টোরেজ নিয়ে আসছে নোকিয়া ৮। নোকিয়ার নতুন এই স্মার্টফোনে আর কী কী ফিচার্স থাকছে? দামই বা কত? জেনে নিন-
১) ৫.৩০ ইঞ্চি ডিসপ্লে।
২) ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৩) 4 GB RAM..
৪) অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৭.১.১।
৫) ৬৪ জিবি স্টোরেজ।
৬) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৭) ফোনটির দাম ৫১ হাজার ৭০০ টাকা।
নোকিয়া ৮ স্মার্টফোন ২০ অক্টোবর জার্মানিতে লঞ্চ করতে চলেছে।