নিজস্ব প্রতিবেদন: অনেক দিন ধরেই অপেক্ষা Nokia X6-এর গ্লোবাল লঞ্চের। মে মাসেই চিনে লঞ্চ হয়েছে Nokia-র এই বাজেট ফোনটি। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই হংকং-এও লঞ্চ হবে Nokia X6। যদিও হংকং-এ এই ফোন Nokia 6.1 Plus নামে লঞ্চ করবে বলে জানানো হয়েছে সেখানকার একটি পত্রিকায়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Nokia X6-এর স্পেসিফিকেশান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Nokia X6-এ রয়েছে 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।


এই ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম-এর সঙ্গে রয়েছে Snapdragon 636 চিপসেট।


Nokia X6-এ রয়েছে ডুয়াল সিম, ডুয়াল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারী সেন্সারটি ১৬ মেগাপিক্সেল আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবির গুণমান আরও সমৃদ্ধ করে নেওয়া যাবে। ফোনের সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।


Nokia X6-এ রয়েছে ৩০৬০ mAh ব্যাটারি। জানা গিয়েছে, এই ফোনে মিলবে ৬ জিবি RAM। রয়েছে ফেস আনলক ফিচার। ভারতে Nokia X6-এর দাম ১৩,৮৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।