ওয়েব ডেস্ক: ডেটা যুদ্ধে রিলায়েন্স জিও , ভোডাফোন এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলির সঙ্গে প্রতিযোগিতায় কোমর বেঁধে নেমে পড়েছে এয়ারটেলও। গ্রাহকদের জন্য এবার দারুণ এক পরিষেবা নিয়ে আসছে দেশের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে নতুন এক পরিষেবা খুব শীঘ্রই চালু করতে চলেছে এয়ারটেল । অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ব্যবহার করার জন্য ধার্য করা ডেটা সবটা শেষ হয় না। অনেকটাই থেকে যায়। কিন্তু মাস শেষ হয়ে গেলেই সেই ডেটা বাতিল হয়ে যায়। এবার এয়ারটেল নিয়ে আসতে চলেছে এমন এক পরিষেবা, যার মাধ্যমে আপনার বেঁচে যাওয়া ডেটা পরের মাসে ক্যারি ফরোয়ার্ড হয়ে যাবে। তবে এই পরিষেবা পাবেন একমাত্র এয়ারটেলের পোস্টপেইড ব্যবহারকারীরা। অব্যবহৃত ৩জি-৪জি ডেটা আপনি ২০০ জিবি পর্যন্ত জমিয়ে রেখে ব্যবহার করতে পারবেন।


হোয়াটস অ্যাপের নতুন ফিচার্সগুলি এখনই জেনে নিন