ডিজিটাল ভারতের কথা মাথায় রেখে এবার মোবাইলে টাকা লেনদেনের সুবিধাটা আরও দ্রুত করতে উদ্যোগী হোয়াটসঅ্যাপ। শীঘ্রই বাজারে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থা। এর মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেন সহজতর হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 সমীক্ষা অনুযায়ী, ২০১১ থেকে ২০১৭ সালের শেষ নাগাদ ইউপিআই ১০ মিলিয়ন লেনদেনের সীমা অতিক্রম করেছে। অগস্ট ২০১৫-র পর থেকে দ্রুত ইউপিআই লেনদেন থেকে ১১ মাসে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দ্বারা নিয়ন্ত্রিত ইউপিআই মোবাইল প্ল্যাটফর্ম দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিক তহবিল স্থানান্তরকে সহায়তা করবে।


ফেসবুক-মালিকানাধীন মোবাইল মেসেজিং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ২০০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী আছেন। হোয়াটসঅ্যাপ ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন সহজতর ও সুরক্ষা বাবস্থা আরও শক্ত করার জন্যও ইতিমধ্যে এনপিসিআই এবং কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে আলোচনাও করছে।‘হোয়াটসঅ্যাপ পেমেন্টস্’ তাৎক্ষণিক ব্যাঙ্ক-থেকে-ব্যাঙ্কে টাকা স্থানান্তরকে আরও দ্রুত করবে।