নিজস্ব প্রতিবেদন: বাবা রামদেবের ‘পতঞ্জলি’-র পণ্য ব্যবহার করেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। আর ‘পতঞ্জলি’-র পণ্য কেনার জন্য দোকানে দোকানে ঘুরতে হবে না। এবার তুড়িতেই অনলাইনে কেনাকাটা করা যাবে 'পতঞ্জলি'-র পণ্য। আর বাড়ি বসেই পাবেন তার ডেলিভারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া হবে Jio-র নেটওয়ার্ক: মুকেশ আম্বানি


মঙ্গলবার নয়া দিল্লিতে একটি অনুষ্ঠান আয়োজন করেছে পতঞ্জলি কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত থাকার কথা বিভিন্ন অনলাইন কোম্পানির প্রতিনিধিদের। উপস্থিত থাকতে পারেন বাবা রামদেব এবং ‘পতঞ্জলি’-র এমডি আচার্য বালকৃষ্ণ। হরিদ্বারের জনপ্রিয় ব্র্যান্ড ‘পতঞ্জলি’ আশা করছে, বড় বড় অনলাইন রিটেলার যেমন, অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল, বিগ বাস্কেট, গ্রোফার্স, শপক্লুজ এবং স্ন্যাপডিলের সঙ্গে আশানুরূপ চুক্তি হবে। অর্থাত্‌, এবার থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে ‘পতঞ্জলি’-র প্রোডাক্ট।


আরও পড়ুন : আপনার আধার নম্বরটি সুরক্ষিত করে রাখুন, জেনে নিন কীভাবে