ওয়েব ডেস্ক: ফোন করার জন্য যদি কোনও টাকা না লাগত তাহলে কত ভালো হত, তাই না? এমনই ইচ্ছা নিশ্চয়ই আপনার মনেও আসে? এবার আপনার ইচ্ছাপূরণ হবে। এসে গিয়েছে এমন এক অ্যাপ, যা থেকে ফোন করলে ১ টাকাও খরচ হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই স্কাইপ এবং ফেসবুক ছাড়া আর কোনও অ্যাপ ব্যবহার করার সুযোগ পান না। তবে এবার এসে গেল 'Nanu' নামের এক অ্যাপ। এর মাধ্যমে আপনি বিনামূল্যে কল করতে পারবেন। 'Nanu' অ্যাপের CEO এই প্রসঙ্গে জানিয়েছেন যে, স্কাইপ এবং ভাইবসের মতো একই মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে অ্যাপে। খারাপ সিগনালেও এই অ্যাপ থেকে কল করা যাবে। এই অ্যাপ 2Gতে খুব ভালো কাজ করছে। 3G বা 4G এবং ওয়াই-ফাই-তে কাজ করছে এই অ্যাপ।