ওয়েব ডেস্ক: আশার আলো আরও খানিকটা জোর হল। ফ্রিডম ২৫১ খুব তাড়াতাড়িই হাতে আসতে চলেছে। দামী দামী স্মার্টফোনের বাজারে যদি ২৫১ টাকায় একই রকম ফিচার্স সমেত একটা আনকোরা স্মার্টফোন পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। তাই তো ফ্রিডম ২৫১ লঞ্চ করার সঙ্গে সঙ্গেই এত উত্‌সাহিত হয়ে পড়েছিলেন গোটা দেশের মানুষ। লক্ষ লক্ষ বুকিং করে ফেলেছিলেন। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে নানান বিতর্কে জড়িয়ে পড়ে ফ্রিডম২৫১। তবে আবার আশার আলো দেখাচ্ছে তারা।


খুব শীঘ্রই হাতে পেতে চলেছেন রিংগিং বেলস কোম্পানির সবচেয়ে কমদামী স্মার্টফোন ফ্রিডম২৫১। আদালতে রিংগিং বেলসের নামে অভিযোগ জানিয়েছিলেন এক বিজেপি নেতা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিচারক জানিয়েছেন যে, যদি ২৫০ টাকায় স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে পারে রিংগিং বেলস, তাহলে তাদের ওপরে আসা সব অভিযোগ তুলে নেওয়া হবে। তাই এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে উঠেপড়ে কাজে লেগেছেন রিংগিং বেলসের ডিরেক্টর মোহিত গোয়েল এবং প্রেসিডেন্ট অশোক চাড্ডা। এত কিছুর পরেও এবার এটাই দেখার যে, কত তাড়াতাড়ি আমাদের হাতে ফ্রিডম২৫১ আসে।