এবার থেকে নোকিয়া ফোনে এটাও পাবেন
এতদিন নোকিয়ার সমস্ত ফোন অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ছিল। নোকিয়ার কোনও ফোনে অ্যান্ড্রয়েড পাওয়া যেত না। কিন্তু এবার থেকে নোকিয়ার ফোনেও আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাবেন।
ওয়েব ডেস্ক: এতদিন নোকিয়ার সমস্ত ফোন অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ছিল। নোকিয়ার কোনও ফোনে অ্যান্ড্রয়েড পাওয়া যেত না। কিন্তু এবার থেকে নোকিয়ার ফোনেও আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাবেন।
নতুন মোবাইল কোম্পানি HMD পূর্ণ পরিসরে নোকিয়ার স্মার্টফোন, ট্যাবলেট প্রভৃতি প্রস্তুত করছে। HMD নোকিয়ার লেবেল ব্যবহার করে তাদের উত্পাদিত মোবাইল বাজারে বিক্রি করছে। এই HMD কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন ব্যক্তি, যিনি আগেও নোকিয়ার CEO পদে ছিলেন। যখন উইন্ডোজ নোকিয়াকে কিনে নেয়নি, তার আগে HMD-র CEO আর্টো নুমেলা নোকিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তাই এবার থেকে HMD-র হাত ধরে নোকিয়ার সমস্ত ফোনে অ্যান্ড্রয়েড পাবেন।