ওয়েব ডেস্ক: খারাপ খবর। ২৫০টাকায় স্মার্ট ফোন পকেটে নিয়ে ঘুরবেন ভাবছেন? সে গুড়ে বালি। নয়ডায় ফ্রিডম ফোন তৈরির কারখানা বন্ধ হয়ে গেল। এখানেই সেই প্রশ্নটাই উঠছে, তাহলে কি পুরোটাই ধোকা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সংবাদমাধ্যমে প্রকাশ অফিস যে বন্ধ হয়ে গিয়েছে, সেটা স্বীকার করে নিয়েছেন রিংগিং বেলস কোম্পানির প্রেসিডেন্ট অশোক চাড্ডা। মাত্র ২৫১ টাকায় স্মার্ট ফোন বাজারে আনার কথা গত মাসেই জানা গিয়েছিল। এত কম দামে স্মার্ট ফোন কীকরে পাওয়া যেতে পারে সে নিয়ে সংশয় দেখা দিয়েছিল সবার মনেই। কতটা জেনুইন হবে এই খবর তা নিয়েও সন্দেহ ছিল।


মনে এত সন্দেহ দেখা দেওয়ায় বিষয়টা নিয়ে জোরদার খোঁজখবর করতে শুরু করে ইডি।


কয়েকদিন আগেই ফ্রিডম ফোনের ফেসবুক পেজ মারফত্‌ জানা গিয়েছিল যে, তারা প্রথম ৩০হাজার বুকিংয়ের টাকা ফেরত দেবে। কিন্তু কোথায় কি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' ও রিংগিং বেলস কোম্পানির যৌথ প্রচেষ্টায় তৈরি ২৫০ টাকার স্মার্ট ফোন হাতে আসার আগেই অফিসটাই বন্ধ হয়ে গেল।