ওয়েব ডেস্ক : অনলাইনে মোবাইল কেনেন? বা বাড়ির সামনের কোনও চেনা দোকান থেকে কয়েকবার মোবাইল কিনেছেন? অথচ, যেভাবে পার্ফরম্যান্স দেওয়ার কথা তা দিচ্ছে না। দু'একজন আবার বলেও দিলেন আপনাকে, ''আমাদের মোবাইলটারও একই অবস্থা।'' তাই আর কিছু না ভেবেই বিশ্বাস করে নেওয়া বর্তমান যুগের মোবাইল ফোনের মানই কমে গেছে তাই এই পরিস্থিতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রতি চার সেকেন্ডে একটা করে বিক্রি হচ্ছে এই স্মার্টফোনটি


অথচ, এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসল ঘটনাটি কী? কেনও আপনার মোবাইলটির আয়ু এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে? দাম দিয়ে কিনেও অল্প কিছুদিন পর থেকেই দেখা দিচ্ছে নানা সমস্যা। বলা হচ্ছে বিশ্বজুড়ে নানা সংস্থা পুরনো মোবাইল ফোনকে নতুন মোরক দিয়ে তা প্যাকিং করে বাজারে ছেড়ে দিচ্ছে। আর তা ক্রেতাদের হাতে আসতেই অল্প দিনের মধ্যেই আয়ু ফুরিয়ে যাচ্ছে।


নিজে চোখেই দেখুন সেই ভিডিওটি। কীভাবে এই কাজ চলছে বিশ্বের নামিদামী ব্র্যান্ডের মোবাইলগুলিতে।