ওয়েব ডেস্ক : গাছ কথা বলে। গাছ শব্দ করতে পারে। গাছকে আঘাত করলে, সে কষ্ট পায়। এই ঘটনা অনেকদিন আগেই প্রমাণ হয়েছে। কিন্তু, সেই গাছ কী কথা বলে তা কখনও শুনেছেন কী? ব্যাথা পেলেই বা গাছ কী বলে? খুশি হলেও বা ঠিক কী বলে একটি গাছ তা হয়তো আমরা কখনই শুনিনি। আবার শোনার চেষ্টাও হয়তো করিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাতে স্মার্টফোন নিয়ে বিছানায় শুতে যান? তাহলেই গেল!


বৈজ্ঞানিকরা সম্প্রতি PhytlSigns বলে একটি যন্ত্র আবিস্কার করেছেন। আর সেই যন্ত্রটির সাহাজ্যেই এখন শোনা যাচ্ছে গাছের ভাষা। অন্তত এমনটাই দাবি বৈজ্ঞানিকদের।


যন্ত্রটিতে দুটি ইলেট্রোডের সাহায্যে গাছের একটি পাতা ও মাটির সঙ্গে একটি ব্যাটারির যোগ করা হয়েছে। আর তার সাহায্যেই পরিষ্কার শোনা যাচ্ছে যেকোনও গাছের শব্দ।