ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই স্যামসঙ ব্যবহারকারীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। কারণ, স্যামসঙ গ্যালাক্সি নোট ৭ ফোনটি ফেটে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা শোনা যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে। একইরকম ঘটনা শোনা গেল আইফোন ৭ প্লাসের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, চার্জ দেওয়ার সময়ে ফোনটির বিস্ফোরণ হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাসওয়ার্ড কত অক্ষরের হলে নিরাপদ, জানালেন গবেষকরা


সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, আইফোন ৭ প্লাস ফোনটির বিস্ফোরণের ঘটনার পরই অ্যাপেলের টেক্সাস অফিসের কর্তারা ফোনটির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং ফোনটির রিপ্লেসমেন্টের ব্যবস্থাও করা হচ্ছে।


আরও পড়ুন এয়ারটেলের মতো এমন ফ্রি অফার কেউ দেয়নি!