ওয়েব ডেস্ক : দেশ ডিজিটাল হচ্ছে। স্মার্টসিটি গড়ে উঠছে। বিমানবন্দরে, স্টেশনে স্টেশনে এখন Wi-fi পরিষেবা মিলছে। এমনকী বাসে, রেস্তরাঁতেও মিলছে এই পরিষেবা। চাইলেই হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে বসে Wi-fi পরিষেবার সাহায্যে আপনি নেট সার্ফিং করতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপও করতে পারেন। এরজন্য কিন্তু আপনার নিজস্ব ডেটা খরচ হবে না। এটাই হল পাবলিক Wi-fi।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে পাবলিক Wi-fi পরিষেবা ব্যবহার করে নেটের সুবিধা যারা উপভোগ করেন, সুরক্ষার স্বার্থে তাঁদের এই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। কী কী?


১) লগ ইন করার জন্য পাসওয়ার্ড চাইছে না এরকম Wi-fi নেটওয়ার্ককে কখনও বিশ্বাস করা উচিত নয়। কারণ হ্যাকাররা এধরনের ফ্রি নেটওয়ার্ক তৈরি করে আপনার ডেটা চুরি করে নেয়।


২) আপনি যখন নেট ইউজ করছেন না, তখন Wi-fi পরিষেবা অন রাখবেন না।


৩) পাবলিক Wi-fi ব্যবহার করে কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন না বা ইন্টারনেট ব্যাঙ্কিং করবেন না।


৪) সুরক্ষিত ব্রাউজার ব্যবহার করুন।


৫) সবসময় আপনার ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে আপডেটেড অ্যান্টিভাইরাস রাখুন।


আরও পড়ুন, যে যে কারণে স্লো চলতে পারে আপনার Wi-fi পরিষেবাটি!