ওয়েব ডেস্ক : একবার চার্জ দিলে ৩৮ দিন 'নো চার্জিং' গ্যারান্টি। সঙ্গে উপরি পাওনা ফ্রি জিও সিম। অ্যাসুস-এর নতুন এই স্মার্টফোনে বাজার এখন গরম। ফোনটির দামও একদম বেশি নয়। সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আট থেকে আশি এখন সবার হাতে হাতেই ঘোরে স্মার্টফোন। আর স্মার্টফোন যাঁরা ব্যবহার করেন, তাঁদের সবচেয়ে বেশি সমস্যা হল ব্যাটারির চার্জ। নেট ইউসেজের জন্য স্মার্টফোনে কতক্ষণ চার্জ থাকবে, এটা একটা মাথাব্যথার কারণ। আর এই সমস্যার সমাধানেই বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে অ্যাসুস। সংস্থার তরফে জানানো হয়েছে, জেনফোন ম্যাক্স নামে এই স্মার্টফোনটির স্ট্যান্ডবাই টাইম ৩৮ দিন। একবার পুরো চার্জ করলে ৩৮ দিন চার্জ থাকবে। ব্যাটারি ক্ষমতা ৫০০০ mAh। এরসঙ্গে উপরি পাওনা হল ফ্রি-তে জিও সিম। তবে অফার লিমিটেড। ফোনটির দাম পড়ছে মাত্র ৯০০০ টাকা থেকে ১৬০০০ টাকা।


আরও পড়ুন, ভারতে মাইক্রোম্যাক্সকে টেক্কা দিল লেনোভো