নিজস্ব প্রতিবেদন: এগিয়ে এল OnePlus 6T-র লঞ্চের দিনক্ষণ। ৩০ অক্টোবর নয়, OnePlus-এর নতুন এই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হবে আগের দিন, অর্থাত্ ২৯ অক্টোবর। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ অক্টোবর অ্যাপেল একটি লঞ্চ ইভেন্ট ঘোষণা করায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৮ অক্টোবর OnePlus-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আগামী ৩০ অক্টোবর নিউ ইয়র্ক ও নয়া দিল্লিতে একযোগে দুটি অনুষ্ঠানে লঞ্চ হবে তাদের নতুন ফোন OnePlus 6T. ওদিকে এরই মধ্যে একই দিনে লঞ্চ ইভেন্ট ঘোষণা করে অ্যাপেল। সূত্রের খবর ওই ইভেন্টে iPad ও Mac-এর নতুন ভার্সন লঞ্চ করতে পারে অ্যাপেল। 


প্রায় ৪.৫ কোটি টাকায় নিলাম হল চাঁদের কণা


অ্যাপেল ইভেন্টের প্রচারের ঝড়ে OnePlus 6T চাপা পড়ে যেতে পারে এই আশঙ্কাতেই লঞ্চ ইভেন্ট ১ দিন এগিয়ে আনা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ফলে আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় শুরু হবে OnePlus 6T-র লঞ্চ ইভেন্ট। এমনটাই জানিয়েছেন সংস্থার সিইও পিট লাউ। 


 



OnePlus 6T স্পেসিফিকেশন


নতুন OnePlus 6T-তে রয়েছে  ৬.৪১ ইঞ্চ Full HD ডিসপ্লে। সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট ৮৪৫ চিপসেট ও ৬ জিবি RAM. রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। তাতে থাকছে একটি ১২ মেগাপিক্সেল ও একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফেনটিতে রয়েছে ৩৭০০ মিলি অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারি। 


ফ্ল্যাগশিপ কিলার হিসাবে সেল ফোন ফ্যানেদের মন ইতিমধ্যে জিতে নিয়েছে ওয়ান প্লাস।