নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে নিজেদের পরবর্তী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Oppo। জানা গিয়েছে, ২ সেপ্টেম্বর লঞ্চ হবে নতুন স্মার্টফোন Oppo F17। সম্প্রতি বেশ কয়েকটি ঝাঁ চকচকে স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে জনপ্রিয় এই মোবাইল সংস্থা। আসুন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Oppo F17-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:


শোনা যাচ্ছে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের (৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) সঙ্গে লঞ্চ করবে এই ফোন। সেলফি তোলার জন্য এই ফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে।


আরও পড়ুন: ৪ জিবি RAM, ট্রিপল রিয়ার ক্যামেরা; পকেটসই দামে ভারতে আসছে Oppo A53


এই ফোনে থাকতে পারে Android 10 pie অপারেটিং সিস্টেম সঙ্গে Qualcomm Snapdragon 662 চিপসেট। থাকছে ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হবে এই ফোন।