নিজস্ব প্রতিবেদন: নতুন রঙে নতুন ভেরিয়েন্টে বাজারে আসতে চলেছে Oppo Reno 3। ইতিমধ্যে চিনে লঞ্চ হয়ে গেছে এই ফোন। শুরু হয়ে গিয়েছে এই ফোনের প্রিঅর্ডারও। তবে ভারতের বাজারে কবে থেকে পাওয়া যাবে এই ফোন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও ফিচার সম্পর্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Oppo Reno 3 দাম আর স্পেফিকেশন:


১) এই ফোনে থাকছে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে।


২) ফোনের ভিতরে Qualcomm Snapdragon 765 চিপসেট থাকবে।


৩) ৮ জিবি RAM থাকছে ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে।


৪) Oppo Reno 3-এ একটি ৪,০২৫ mAh ব্যাটারি ব্যবহার করা হচ্ছে।


৫) ফোনের অপারেটিং সিস্টেম থাকছে Android 10। তার উপর চলবে ColorOS 7 স্কিন।


আরও পড়ুন: Realme X50 Pro 5G-এর নতুন ফিচার চ্যালেঞ্জের মুখে ফেলেছে Xiaomi-কে


৬) ছবি তোলার জন্য থাকছে চারটি রিয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর)+ ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + দুটি ২ মেগাপিক্সেল সেন্সর।


৭) তিনটি নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 3।


৮) ফোনটির দাম পড়বে প্রায় ৩০,৫০০ টাকা।