ওয়েব ডেস্ক : নোটবন্দি অবস্থা। নগদ নেই। হাতে খুচরোর বড্ড অভাব। এই পরিস্থিতিতে মানুষকে বলা হয়েছিল, ক্যাশলেস ইকোনমিতে অভ্যস্ত হয়ে উঠতে। বেশি করে ই-ওয়ালেট, কার্ড পেমেন্ট করতে। অনলাইন থেকে অফলাইন, পেটিএম-এর গ্রাহক বাড়তে থাকে। আর এবার প্রতারণার ফাঁদে খোদ পেটিএমই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ই-ওয়ালেট সংস্থার তরফে দাবি করা হয়েছে, প্রায় ৪৮ জন কাস্টমার মোট ৬.১৫ লাখ টাকা প্রতারণা করেছে পেটিএম-এর সঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে CBI। শুরু হয়েছে তদন্ত। সেইসঙ্গে পেটিএম-এর মত ই-ওয়ালেটগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কীভাবে কাস্টমাররা এই প্রতারণা করেছে, সংস্থার তরফে তা খোলসা করে কিছু বলা হয়নি।


আরও পড়ুন, একটা ফোনের জন্য বেঙ্গালুরুর এই যুবক যা করল, শিউরে উঠবেন!