নিজস্ব প্রতিবেদন: PUBG Mobile 0.10.5 আপডেট গেমারদের কাছে আগেই পৌঁছে গিয়েছে। এই 0.10.5 আপডেট-এই জম্বি মোড দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা দেয়নি Tencent। তবে এ বার PUBG Mobile 0.11.0 আপডেটের হাত ধরে জম্বি মোড পৌঁছাবে গেমারদের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এই নতুন আপডেটের জন্য ১৯ ফেব্রুয়ারী ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিট থেকে PUBG Mobile সার্ভার বন্ধ থাকবে। আপডেটের কাজ শেষ হলে ফের PUBG Mobile সার্ভার চালু হয়ে যাবে। এই PUBG Mobile 0.11.0 আপডেট শেষ হলেই গেমারদের কাছে পৌঁছে যাবে PUBG-র জম্বি মোড। এই জম্বি মোড-এর অফিশিয়াল নাম ‘সার্ভাইভ টিল ডন’। এ বার এক নজরে দেখে নিন কী কী নতুন আকর্ষণ যুক্ত হচ্ছে এই PUBG Mobile 0.11.0 আপডেটে...


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মতো ফেসবুকেও মোছা যাবে প্রেরিত বার্তা, জেনে নিন কীভাবে?


PUBG Mobile 0.11.0 আপডেটে যে সব নতুন আকর্ষণ যুক্ত হচ্ছে:


১) জম্বি মোড: ‘সার্ভাইভ টিল ডন' মোড,


২) PUBG-র অন্যান্য খেলোয়ার সম্পর্কে আরও বেশি তথ্য,


৩) ভিকেন্ডি ম্যাপে চাঁদের আলো,


৪) গেম সেটিংস থেকে প্লেয়ারের ছায়া বন্ধ করা যাবে,


৫) মেন মেনুতে ‘রেসিডেন্ড এভিল ২’-এর থিম এবং মিউজিক,


৬) আর্কেড মোড-এ শ্যানহক ম্যাপ – কুইক ম্যাচ,


৭) এক মাস আগের ফলাফল ব্যাঙ্ক করে রাখা যাবে,


৮) কম দামের ফোনে ‘ডিসপ্লে বাগ’-এর সমস্যা ঠিক করা হয়েছে।


আশা করা হচ্ছে PUBG Mobile 0.11.0 আপডেট এই খেলাকে আরও আকর্ষণীয় করে তুলবে।