ওয়েব ডেস্ক : বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ অফিসের শিরোপাটা গুগুলের মাথায়। প্রযুক্তি নিয়ে যাদের নাড়াচাড়া, তাদের কাছে স্বপ্নের কর্মস্থল। কিন্তু এই স্বপ্নের অফিসে ঢোকার জন্য ইন্টারভিউটা কেমন হয়? কেমন হবে, যদি ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই গুগল-এ চাকরির প্রশ্নপত্রটা 'ফাঁস' হয়ে যায়? দেখুন কেমন হয় গুগলে চাকরির ইন্টারভিউ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) সফটওয়্যার ইঞ্জিনিয়ার-


a) একটা বাইনারি ট্রি বানিয়ে তার কার্যকারিতা ব্যাখ্যা কর।


b) এমন একটা সিস্টেম বা অ্যালগোরিদম (প্রোগ্রামিংয়ের ভাষা) বানাও যা দিয়ে বিশ্বের সব বইয়ের ক্যাটালগ তৈরি করা যাবে।


২) সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার- একটা স্কুলবাসে কটা গল্ফ বল ধরবে?


৩) অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার- জিমেইল-এ এক গিগাবাইটের ন্যূনতম দাম কত?


৪) প্রোজেক্ট ম্যানেজার- তোমার কাছে একটা খালি জমি রয়েছে। তুমি একটা ফুলগাছ পুঁতলে। এরপর থেকে রোজ ফুলগাছের সংখ্যা দ্বিগুণ হতে থাকে। ৪৫ দিন পর জমিটা ফুলগাছে পুরো ভর্তি হয়ে যায়। তাহলে জমিটা ফুলগাছে কবে অর্ধেক ভর্তি হয়েছিল?


৫) অ্যাকাউন্ট ম্যানেজার- গুগলের জন্য তোমার পরবর্তী বিলিয়ন ডলার আইডিয়াটা কী?