নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল Realme 3. সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে ফোনটি আত্মপ্রকাশ করে। নতুন এই ফোনে বেশ কিছু আপগ্রেডেশন করেছে সংস্থাটি। মাত্র ৮,৯৯৯ টাকা দামের এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ও নাইটস্কেপ মোড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



Realme 3 স্পেসিফিকেশনস


ফোনটিতে রয়েছে MediaTek Helio P70 SoC সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি। ফোনটি অ্যান্ডরয়েড ৯ পাইতে চলে। ২টি RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ করেছে শাওমি। 


রিয়েলমি থ্রিতে রয়েছে ৬.২ ইঞ্চি HD+ ডিসপ্লে। রয়েছে করোনিং গোরিলা গ্লাসের সুরক্ষা। ফোনটিতে রয়েছে ডিউ ড্রপ নচ। 


ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেফথ সেন্সর।  



Realme 3 দাম


Realme 3-র ৩ জিবি / ৩২ জিবি ভার্সনের দাম ৮.৯৯৯ টাকা। ৪ জিবি / ৬৪ জিবির দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি ডায়নামিক ব্ল্যাক, রেডিয়্যান্ট ব্লু, ব্ল্যাক কালার ভেরিয়্যান্টে মিলবে ফোনটি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে এই ফোন। ১২ মার্চ বেলা ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি।