নিজস্ব প্রতিবেদন: সোমবার লঞ্চ হল Realme 3i। কম দামে ডিউ-ড্রপ ডিসপ্লে এই ফোনের অন্যতম ফিচার। বেশ কিছু দিন ধরে এই ফোনের টিজার প্রকাশ করছিল সংস্থা। এত কম দামে ৬.২২ ইঞ্চি ডিসপ্লে ও ডিউ-ড্রপ নচ নজর কেড়েছে টেক উত্সাহীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme 3i-এর স্পেসিফিকেশন ও দাম:


১) এই ফোনে থাকছে ৬.২২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। ডিসপ্লের উপরের অংশে আছে ডিউ-ড্রপ নচ। 


২) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে Realme 3i-তে।


৩) মসৃণ গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে  MediaTek Helio P60 SoC চিপসেট।


৪) থাকছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। ডিউ-ড্রপ ডিসপ্লের নচেই থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ব্যাক-এর ডিজাইনও বেশ আকর্ষণীয়।


আরও পড়ুন: এই ১৬টি অ্যাপে রয়েছে ভয়ঙ্কর সব ম্যালওয়ার! তাই Play Store থেকে মুছে ফেলল Google


৫) এই ফোনে থাকছে ৪,২৩০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ ৪.২, Wifi, GPS, 4G VoLTE।


৬) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা। ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে Realme 3i। ২৩ জুলাই থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু।