নিজস্ব প্রতিবেদন: মাত্র ৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ফোন! ১৩ ঘণ্টারও বেশি মিউজিক প্লেব্যাক সাপোর্ট মিলবে। সাড়ে ৩ ঘণ্টার ননস্টপ কলিং সাপোর্টও মিলবে। এমনই একাধিক আকর্ষণীয় ফিচার-সহ ভারতে লঞ্চ করতে চলেছে Realme 7 আর Realme 7 Pro।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতে সংস্থার সিইও মাধব শেঠ ‘Faster7’ ট্যাগ জুড়ে টুইট করে ইঙ্গিত দিয়েছেন এই দুটি মিডরেঞ্জ স্মার্টফোনর বিষয়ে। জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ একটি ভার্চুয়াল ইভেন্টে ভারতে লঞ্চ হবে এই ফোনগুলি।



আরও পড়ুন: জলের দরে নজরকাড়া ফিচার! বাজারে আসছে Nokia-র দুটি ঝাঁ চকচকে ফিচার ফোন!


জানা গিয়েছে, Realme 7 আর Realme 7 Pro-এ থাকছে 65W SuperDart fast charging technology যার সাহায্যে মাত্র ৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে এই ফোনগুলি! মনে করা হচ্ছে, ১৫-১৬ হাজারের মধ্যেই শুরু হবে এই ফোনের দাম। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।