নিজস্ব প্রতিবেদন: গত বছর লঞ্চ হয়েছিল Realme Buds Air। তার পর একাধিক আপগ্রেডের পর ফের বাজারে এল Realme-এর ঝাঁ চকচকে ওয়্যারলেস ইয়ারবাড। গত বছর ৩,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া এই ওয়্যারলেস ইয়ারবাডের দামও এক ধক্কায় কমল ১,০০০ টাকা! আসুন এক নজরে দেখে নেওয়া যাক Realme Buds Air Neo-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme Buds Air Neo-এর স্পেসিফিকেশন আর দাম:


১) Realme-এর নতুন ওয়্যারলেস ইয়ারবাডে ১২ মিমি ড্রাইভারের পরিবর্তে রয়েছে ১৩ মিমি ড্রাইভার। আগের মতোই এতে রয়েছে R1 চিপ।


২) Realme Buds Air Neo-এ মিলছে ১১৯.২ms ল্যাটেন্সি টাইম (আগে ছিল ২৪৩.৮ms ল্যাটেন্সি)। এটি IPX4 ওয়াটার রেসিস্ট্যান্টও।


৩) Realme Buds Air Neo-এ রয়েছে Bluetooth 5.0-এর কানেক্টিভিটি। এই ইয়ারবাডের কেস ওপেন করলে সেটি নিজে থেকেই স্মার্টফোনের সঙ্গে পেয়ার হয়ে যাবে।


৪) Realme Buds Air Neo-এ রয়েছে টাচ কন্ট্রোলের সুবিধা। ইনারফোনে টাচ করেই প্লে-ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।


আরও পড়ুন: ২০ জুন পর্যন্ত গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে এই সংস্থা!


৫) Realme-এর নতুন ওয়্যারলেস ইয়ারবাডে রয়েছে USB Type-C পোর্ট। সংস্থার দাবি এক চার্জে টানা ১৭ ঘণ্টা চলবে এই ইয়ারবাড।


৬) গত বছর ৩,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া এই ওয়্যারলেস ইয়ারবাডের দাম এক ধক্কায় কমেছে ১,০০০ টাকা! বর্তমানে ২,৯৯৯ টাকাতেই কেনা যাবে Realme Buds Air Neo।