ওয়েব ডেস্ক: হাতে একটা দামী স্মার্টফোন থাকলেও আইফোনের কদরই আলাদা। আমাদের সবারই আইফোন নিয়ে একটা আলাদা ফ্যানটাসি আছে। তাই একটু টাকা পয়সা রোজগার করলেই অনেকেই একটা আইফোন কিনে ফেলেন। সম্প্রতি iPhone 7 আর iPhone 7 plus লঞ্চ করেছে। কেনার আগে অনেকেই জানতে চান কেন কিনবেন ফোনগুলি। কী এমন বেশি রয়েছে এই ফোনদুটিতে। তাই জেনে নিন iPhone 7 আর iPhone 7 plus কেন কিনবেন আর কেনই বা কিনবেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) iPhone 7 আর iPhone 7 plus-এ রয়েছে সবচেয়ে দ্রুত চলা প্রসেসর। এর মাধ্যমে ফোনদুটি খুব স্পীডে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনদুটিতে রয়েছে হাই কোয়ালিটি ক্যামেরা এবং এর ব্যাটারিও খুব ভালো।


২) এই ফোনদুটিতে রেটিনা HD ডিসপ্লে রয়েছে।


৩) ফোনদুটির RAM-এর ক্যাপাসিটি নিয়ে কোনও অভিযোগ থাকবে না।


৪) অন্যান্য আইফোনের থেকে দেখতে অনেক বেশি আকর্ষণীয়।


৫) দুটি ফোনেই দ্বিগুন স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে।