নিজস্ব প্রতিবেদন: ১৮ মার্চ, সোমবার চিনে একটি ইভেন্টে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেট স্মার্টফোন Redmi 7। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi 7। এ বার দেখে নেওয়া যাক Redmi 7-এর স্পেসিফিকেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Redmi 7-এর স্পেসিফিকেশন:


১) ৬.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।


২) তিন রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ২ জিবি RAM + ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi 7। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।


আরও পড়ুন: ৬,০০০ টাকারও কম দামে লঞ্চ হচ্ছে Redmi-র এই স্মার্টফোন!


৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৬৩২ চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


৫) এই ফোনে থাকছে ৩,৯০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।


৬) ব্লু, ব্ল্যাক আর টুইলাইট গোল্ড –এই তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন।


সম্প্রতি চিনের একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, চিনে Redmi 7-এর দাম শুরু হচ্ছে ৮০০ ইউয়ান থেকে ভারতীয় মূদ্রায় যা প্রায় ৯ হাজার ৩০০ টাকা।