Redmi Note 11 Pro+5G-র কাছে অন্য ফাইভ-জি স্মার্টফোন স্রেফ ঠান্ডা!
ফাইভ-জি`কেও আমাদের নিত্যসঙ্গী করে তুলতে হবে; কেননা, আগামি দিনে ফাইভ-জি প্রযুক্তিই অপরিহার্য হবে।
নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে ঠিক সেই স্মার্টফোনটিই আপনার দরকার, যা আপনাকে সকলের মাঝে ব্যতিক্রমী করে তুলবে এবং সাধারণ মানের সাধারণ ফিচারযুক্ত ফোন ব্যবহার-সংক্রান্ত নিত্য যেসব সমস্যার মুখোমুখি আপনাকে হতে হয় সেই বিশৃঙ্খলায় ফোনটি ইতি টেনে দেয়।
ঠিক সেই রকমই একটি ফোন আপনার জন্য অপেক্ষায় রয়েছে? কোনটি সেই বিশেষ ফোন? জানেন?
আমরা জানি আপনার কী প্রয়োজন। সেটি হল-- Redmi Note 11 Pro+5G।
Redmi Note 11 Pro+5G প্রতিশ্রুতি দেয়, ফিচারের ক্ষেত্রে কোনওরকম আপস না করেই আপনি ফাইভ-জি'র সঙ্গে এক মসৃণ ভবিষ্যৎ সম্পর্ক রচনা করতে পারবেন।
যোগাযোগের ক্ষেত্রে আমরা যখন দিনে দিনে প্রযুক্তিগত এক চূড়ান্ত বিন্দুর দিকে অগ্রসর হচ্ছি, তখন ফাইভ-জি'কেও আমাদের নিত্যসঙ্গী করে তুলতে হবে; কেননা, আগামি দিনে ফাইভ-জি প্রযুক্তিই অপরিহার্য হবে। আমাদের স্মার্টফোনে সেই 'অ্যাকসেস' থাকাটা আবশ্যিক। কী হবে, যদি ফোনে ফাইভ-জি প্রযুক্তি থাকে? তা দ্রুত ডাউনলোডের জন্য কার্যকরী হবে, বিরামহীন স্ট্রিমিং বা দ্রুত আপলোডের ক্ষেত্রেও সুবিধা দেবে।
কিন্তু কেন এত ভিড়ের মধ্যে Redmi Note 11 Pro+5G-কেই আপনি নিজের জন্য বেছে নেবেন?
আপনাদের জ্ঞাতার্থে সেগুলি এখানে উল্লেখ করা হল:
১) বেস্ট-ইন-ক্লাস ক্যামেরা-- ১০৮ এমপি প্রো গ্রেড ক্যামেরা
২) বেস্ট-ইন-ক্লাস প্রসেসর-- Qualcomm® Snapdragon® ৬৯৫ এনএম আর্কিটেকচার
৩) বেস্ট-ইন-ক্লাস ফাস্ট চার্জ প্রযুক্তি-- প্রো গ্রেড ৬৭ ডব্লু টার্বো চার্জ
৪) বেস্ট-ইন-ক্লাস ডিসপ্লে– ১২০ হাৎর্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে
এ তো গেল মোটামুটি কেকটির পরিচয়। কিন্তু লোভনীয় এই কেকের উপর একটি চেরিও আছে। আর সেই চেরিটি হল-- উন্নত ফাইভ-জি প্রসেসর!
রেডমি ৬ ব্যান্ড-সহ এই Redmi Note 11 Pro+5G ঠিক তখনই বাজারে লভ্য যখন এর প্রতিযোগী ব্র্যান্ডগুলি অর্ধ-প্রস্তুত ফাইভ-জি প্রযুক্তি এবং ৬-য়ের জায়গায় মাত্র ২টি ব্য়ান্ড নিয়ে কোনও মতে লড়াইয়ের ময়দানে টিকে আছে!
Redmi Note 11 Pro+5G স্মার্টফোনটিকে ঘিরে গ্রাহকের মনে যা যা প্রত্যাশা আগামি দিনে তৈরি হতে পারে, অদূর ভবিষ্যতে তার সব ক'টিই অতিক্রম করে আরও অত্যাধুনিক ফিচার আনার জন্য সবরকম প্রযুক্তিগত সম্ভাবনার দরজাই এটি উন্মুক্ত রাখছে।
তা হলে সংক্ষেপে বিষয়টি দাঁড়াল: ফোনের ফিচারের ক্ষেত্রে বিন্দুমাত্র আপস না করে আপনি এই স্পেকট্রামের সেরা ফোনটি পেতে চলেছেন মাত্র ২০ হাজার টাকা দামের মধ্যেই।
আরও পড়ুন: Redmi Note 11 Pro: জানেন কেন এই ফোনটি আপনার পরবর্তী স্মার্টফোন হওয়া উচিত?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)