নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েক বছরে স্মার্টফোনের বাজারে তুমুল জনপ্রিয়তা পেয়েছে চিনা সংস্থা Xiaomi। Xiaomi-এর অধীনস্থ সংস্থা Redmi-এর ফোন মন জয় করেছে  তবে প্রতিযোগিতায় বিক্রি টিকিয়ে রাখাও যথেষ্ট কঠিন। ক্রেতাদের আকর্ষিত করতে একের পর এক নতুন প্রযুক্তি ও মডেল বাজারে আনছে Redmi। প্রতিটি মডেলই অল্প অল্প করেই বাড়ানো হচ্ছে ফিচার্স, উন্নততর হচ্ছে স্পেসিফিকেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আজ, বৃহস্পতিবার চিনে লঞ্চ হল Redmi Note 8 Pro। চলতি মাসে ২৪ অগাস্ট ফোনের রেজিস্ট্রেশন শুরু হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ১০ লক্ষের বেশি Redmi Note 8 সিরিজ আগাম বুকিং হয়েছে। দেখে নিন Redmi-এর সর্বশেষ মডেলের স্পেসিফিকেশন...


Redmi Note 8 Pro-এর স্পেসিফিকেশনস ও সম্ভাব্য দাম-


১) Redmi Note 8 Pro-তে থাকছে চারটি রিয়ার ক্যামেরা যার মধ্যে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এর সঙ্গেই থাকছে ২৫x পর্যন্ত জুমিং ফিচার।
২) দুটি সংস্করণে চিনে লঞ্চ হচ্ছে Redmi Note 8 Pro। ৬ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Redmi Note 8 Pro। থাকছে MediaTek Helio G90T চিপসেট।
৩) Redmi Note 8 Pro ফোনে থাকছে ৪,৫০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।
৪) অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অনেকে Android Ten প্রতাশ্যা করেছিলেন। তবে এই ফোনে Android 9.0 থাকছে বলে জানা গিয়েছে।
৫) থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা।
৬) চিনে Redmi Note 8 Pro-এর বেস ভেরিয়েন্টের দাম ১,৩৯৯ ইয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪,০০০ টাকা। ভারতেও এর আশেপাশেই দাম রাখা হবে বলে মনে করা হচ্ছে। আগামী অক্টোবর মাসে ভারতের বাজারে আসতে পারে Redmi Note 8 Pro। এই দামে সেপ্টেম্বরে বাজারে আসতে চলা Realme XT-কে টক্কর দেবে Redmi Note 8 Pro।


আরও পড়ুন - অ্যাপের আড়ালে ম্যালওয়্যার! CamScanner সরিয়ে নিল Play Store