`রিফার্বিশড` স্মার্টফোন কী জানেন? জেনে নিন কোথায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে নামী ব্র্যান্ডের এই ফোনগুলি
রিফার্বিশড ফোন বলতে আপনি কী বোঝেন? কিংবা ওপেন বক্স ফোন?
এখনও এই স্মার্টফোনগুলি অনলাইনে ৫০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে। আপনার যদি স্মার্টফোন কেনার প্রয়োজন হয় অথচ দাম বাজেট ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আপনি নিশ্চিন্তে কিনতেই পারেন এই ফোনগুলি। তবে তার আগে ভালো করে জেনে নেওয়া প্রয়োজন আদতে এই স্মার্টফোনগুলি কী?
সব নামী ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ফোনই সরাসরি সেই সংস্থার থেকেই কেনা যায়। অনেক সময়েই নতুন ফোন কেনার পরে তাতে ছোটখাটো অনেক সমস্যা বা খুঁত গ্রাহকের নজরে পড়ে। এমন অনেক ফোনই গ্রাহক সংস্থা বা বিক্রেতাকে ফিরিয়ে দেন। সেই ছোটখাটো ত্রুটি সারিয়ে ফের ফোনটিকে একেবারে নতুনের মতো করে আবারও বিক্রি করা হয়। এই ধরনের ফোনগুলিকে বলা হয় ‘রিফার্বিশড ফোন’ বা ওপেন বক্স ফোন। অনেক সময় এই ফোনগুলির ক্ষেত্রে সময়ে ব্র্যান্ড ওয়ারেন্টিও পাওয়া যায়। তবে, তার আগে ফোনটি ঠিকমতো কাজ করছে কি না, তা ভালভাবে খতিয়ে দেখা হয়।
ওপেন বক্স ফোনগুলির ক্ষেত্রে অনেক এক নজরে দেখে নিন, কোন ফোনে ঠিক কতটা করে ছাড় পাওয়া যায়
• স্যামসাং গ্যালাক্সি অন নেক্সট ৩২ জিবি ব্ল্যাক ৩ জিবি র্যাম। দাম ১৯,৪০০ টাকা, পাওয়া যাচ্ছে ১২,৯৯৯ টাকায় (স্ন্যাপডিল)
• স্যামসাং অন এইট ৩ জিবি র্যাম, ছ’মাসের সেলার ওয়ারেন্টি। দাম- ১৩,৪৯৯ টাকা, পাওয়া যাচ্ছে ১১,৫৯৯ টাকায়। (শপক্লুজ)
• লেনোভো এ৬০০০ শট ২ জিবি র্যাম। দাম ৮,৬৬৪ টাকা, পাওয়া যাচ্ছে ৬,৭৯৯ টাকায়। ছ’মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি, (স্ন্যাপডিল)
• লেনোভো কে সিক্স পাওয়ার ৩২ জিবি গোল্ড, ৩ জিবি র্যাম ( ৬ মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি)। দাম ৯,৯৯৯ টাকা। (স্ন্যাপডিল)
• জায়ামি এমআই ফোরআই, ছ’মাসের ওয়ারেন্টি। দাম ১৩,৪৯৯, পাওয়া যাচ্ছে ৮,৮৯৯ টাকায়। (শপক্লুজ)