নিজস্ব প্রতিবেদন: ভয়েস কলিং সার্ভিস বন্ধ করে দিচ্ছে রিলায়েন্স কমিউনিকেশন। ১ ডিসেম্বর থেকেই ভয়েস কলিং সার্ভিস বন্ধ করে দিচ্ছে অনিল আম্বানির এই সংস্থা। কিন্তু কেন হঠাত্‌ এমন সিদ্ধান্ত নিল? জানা গিয়েছে, এই মাসের শুরুতে এয়ারসেলের সাথে তাদের ওয়্যারলেস ব্যবসা একত্রিত হওয়ার চুক্তি বন্ধ করতে ব্যর্থ হওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। ট্রাইয়ের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে, চলতি বছরের শেষ থেকে রিলায়েন্স কমিউনিকেশনের গ্রাহকরা অন্য নেটওয়ার্ক বেছে নিতে পারেন। এর পর থেকে এই টেলিকম অপারেটর শুধুমাত্র ৪জি ডেটা পরিষেবা দেবে গ্রাহকদের। যা ১ ডিসেম্বর থেকে চালু হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১০০ টাকা কেজি টমেটো পেয়ে যান ১ টাকা কেজিতে!


রিলায়েন্স কমিউনিকেশন ট্রাইকে জানিয়েছে যে, তারা অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ পূর্ব এবং পশ্চিম, তামিলনাড়ু, কর্নাটক এবং কেরলে ২জি এবং ৪জি পরিষেবা দিচ্ছে। তারা আরও জানিয়েছে যে, কোম্পানি CDMA নেটওয়ার্কটিকেও আরও উন্নত করার কাজ করছে।


সাবধান! হোয়াটস অ্যাপ ডাউনলোডে মারাত্মক বিপদ!