জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণ গাড়িকে করে তুলবে স্মার্ট কার। গাড়ি চুরি রুখতে ও নজরদারি করতে নয়া ডিভাইস আনল জিও। নাম দেওয়া হয়েছে জিও মটিভ(JioMotive)। এই স্মার্ট ডিভাইসে রয়েছে গাড়ি ট্রাক করা ও চুরি রোধে অ্যালার্ম সিস্টেম। দাম করা হয়েছে ৪৯৯৯ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পুকুরে মাছ ধরা নিয়ে তুলকালাম, রায়নায় পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি 'ঘেরাও-ভাঙচুর' স্থানীয়দের


এখন বহু গাড়িতে ইনবিল্ট ইন্টারনেট কানেক্টিভিটি থাকে। সেই একই সুবিধে পাওয়া যাবে JioMotive OBD অ্য়াডাপটার ব্যবহার করে। গাড়ির পরিস্থিতি থেকে লোকেশন, ইঞ্জিনের অবস্থা থেকে ডাইভিং পারফরমেন্সের হালহকিকত মিলবে এই ডিভাইস থেকে। পাশাপাশি গাড়ি চুরি হলে পাওয়া যাবে অ্য়ালার্ম। পুরনো মডেলের গাড়িতেও এই ডিভাইস বসানো যাবে।


এই ডিভাইস বসানোর কোনও ঝামেলা নেই। প্লাগ ইন করলেই এটি কাজ করার জন্য তৈরি হয়ে যায় এটি। গুগল প্লে স্টোর থেকে JioThings App নামাতে হবে। এরপর জিও নম্বর থেকে এটিতে লগ ইন করতে হবে। এরপর-


লগ ইন করার পরই প্লাস-এ ক্লিক করে JioMotive সিলেক্ট করতে হবে।


JioMotive বক্স থেকে IMEI নম্বর দিয়ে প্রসিড বাটনে ক্লিক করতে হবে।


গাড়ি সম্পর্কিত  বিস্তারিত তথ্য দিতে হবে। এরপর সেভ করতে হবে।


JioMotive ডিভিইসটি গাড়িতে প্লাগ ইন করতে হবে।


টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে এনাবল-এ ক্লিক করতে হবে।


JioJCR1440 ও Proceed-এ ক্লিক করতে হবে।


এসে যাবে অ্যাক্টিভেশন মেসেজ।


 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)