আনলিমিটেড মোবাইল ইন্টারনেট, ৯০ দিন ফ্রি কল, শুধুমাত্র রিলায়েন্স জিও 4G-তেই
![আনলিমিটেড মোবাইল ইন্টারনেট, ৯০ দিন ফ্রি কল, শুধুমাত্র রিলায়েন্স জিও 4G-তেই আনলিমিটেড মোবাইল ইন্টারনেট, ৯০ দিন ফ্রি কল, শুধুমাত্র রিলায়েন্স জিও 4G-তেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2016/05/06/54858-94g.jpg?itok=wAa8NKiL)
বহু প্রতিক্ষার পর এবার সর্ব সাধারণের হাতের নাগালে আসছে রিলায়েন্স জিও 4G। গ্রাহক জিও 4G ব্যবহার করলে পেয়ে যাবেন ৯০ দিন আনলিমিটেড ফ্রি কলের সুবিধা সহ আনলিমিটেড মোবাইল ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। তবে আর দেরি কেন? জিও 4G-তে সামিল করুন ফাস্টার জেনারেশনের সঙ্গে।
ওয়েব ডেস্ক: বহু প্রতিক্ষার পর এবার সর্ব সাধারণের হাতের নাগালে আসছে রিলায়েন্স জিও 4G। গ্রাহক জিও 4G ব্যবহার করলে পেয়ে যাবেন ৯০ দিন আনলিমিটেড ফ্রি কলের সুবিধা সহ আনলিমিটেড মোবাইল ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। তবে আর দেরি কেন? জিও 4G-তে সামিল করুন ফাস্টার জেনারেশনের সঙ্গে।
মনে রাখতে হবে-
প্রথমেই বলে রাখা ভাল, সব দোকানে এই জিও 4G পাওয়া যাবে না। একমাত্র রিলায়েন্স স্টোর এবং রিলায়েন্সের কর্মীরাই আপনাকে বৈধ জিও 4G পরিষেবা দিতে সাহায্য করতে পারবে।
আর দ্বিতীয় যে বিষয়টি জিও 4G-ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে, জিও 4G কেবলমাত্র LYF-ফোনেই ব্যবহার করা যাবে। রিলায়েন্সের চিপ মোবাইল সেট LYF Flame 1 জিও 4G-ব্যবহার করার জন্য আদর্শ।