জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলায়েন্স জিও-র সাম্রাজ্যে জোরাল আঘাত হেনেছে বিএসএনএল। এবার সেই বিএসএনএলকে ঠেকাতে ২টি প্ল্যান আনল মুকেশ আম্বানির কেম্পানি।  ওই দুটি প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলের সুবিধে ও হাইস্পিড ৫জি ডেটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রলোভন দেখিয়ে মেয়েদের বিয়ে করে সম্পত্তি দখল করছে অনুপ্রবেশকারীরা, বিস্ফোরক অমিত শাহ


ওই দুটি প্ল্যানের একটির ভ্যালিডিটি ৯০ দিন। অন্যটির ভ্যালিডিটি ৯৮ দিন। একটির জন্য খরচ ৮৯৯ টাকা এবং অন্যটির জন্য খরচ ৯৯৯ টাকা।


৮৯৯ টাকার প্ল্যান


জিও-র এই প্ল্যানে মিলবে রোজ ২জিবি হাই স্পিড ডেটা। যাদের ৫জি ফোন রয়েছে তারা পাবেন ৫জি ডেটা। পাশাপাশি মিলবে আনলিমিটেড কলের সুবিধে। ফ্রি ন্যাশনাল রোমিং, ফ্রি ১০০ এসএমএস রোজ। পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধে। প্ল্যানটি ৯০ দিনের জন্য।


৯৯৯ টাকার প্ল্যান


জিও-র ৯৯৯ টাকার প্ল্যানে রোজ মিলবে ২ জিবি ডেটা। ফাইভ জি ফোন থাকলে ফাইভ জি ডেটা। আন লিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, রোজ ১০০ এসএমএস ফ্রি। এছাড়াও পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সুবিধে। প্ল্যানটি ৯৮ দিনের জন্য।


বিশেষজ্ঞরা মনে করছেন বিএসএনএলকে ঠেকাতে এই দুটি প্ল্যান বাজারে এনেছে জিও। একটি পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই থেকে অগাস্ট পর্যন্ত বিএসএনএলে গিয়েছেন ৫৫ মিলিয়ন গ্রাহক। ফলে প্রবল চাপে পড়ে যায় জিও। তার পরেই এই পদক্ষেপ কোম্পানির।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)