নিজস্ব প্রতিবেদন: নববর্ষের উপহার হিসেবে গ্রাহকদের জন্য ১৯৯ এবং ২৯৯ টাকার 'হ্যাপি নিউ ইয়ার' অফারের কথা জানিয়েছে মুকেশ-নীতার রিলায়েন্স টেলিকম। জিও'র সেই লোভনীয় প্ল্যানকে টেক্কা দিতে রিলায়ন্সের থেকেও সস্তা প্ল্যান নিয়ে এল ভারতী এয়ারটেল, ভোডাফোন এবং বিএসএনএল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮ টাকায় ২৮ দিনের বৈধতায় ভোডাফোন যে প্ল্যান নিয়ে এসেছে, তাতে উপভোক্তারা পেয়ে যাবেন ফ্রি লোকাল এবং এসটিডি ভয়েস কল, ফ্রি এসএমএস, ফ্রি রোমিংসহ প্রতিদিন ১জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। আনলিমিটেড অফারের ক্ষেত্রে এটাই না কি ভোডাফোনের সব থেকে সস্তার প্ল্যান। এই একই প্ল্যান এয়ারটেল দিচ্ছে ১৯৯ টাকায়। যদিও ভারতী এয়ারটেল-এ গ্রাহকরা রোমিং থাকাকালীন অবস্থায় আউটগোয়িং কলে কোনও ফ্রি পরিষেবা পাবেন না। 


বেসরকারি কোম্পানিদের সঙ্গে পাল্লা দিয়ে সস্তার অফার নিয়ে এসেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল'ও। ভোডাফোন এবং এয়ারটেল যে পরিষেবা দিচ্ছে তা বিএসএনএল গ্রাহকরা পাবেন ১৮৬ টাকায়।  


১৯৯ টাকার প্ল্যান:


- ফ্রি ভয়েস কল
- আনলিমিটেড ডেটা (১.২ জিবি হাইস্পিড ৪জি ডেটা)
- আনলিমিটেড এসএমএস 


২৯৯ টাকার প্ল্যান:


- ফ্রি ভয়েস কল
- আনলিমিটেড ডেটা (২ জিবি হাইস্পিড ৪জি ডেটা)
- আনলিমিটেড এসএমএস 


১৯৯ এবং ২৯৯ টাকার এই দুই নিউ ইয়ার প্ল্যান প্রিমিয়াম জিও অ্যাপ থেকেই পেয়ে যাবেন গ্রাহকরা। বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত।