ওয়েব ডেস্ক: মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ব্লকবাস্টার ঘোষণা করলেন। ১৭০ দিনে ১০০ মিলিয়ন গ্রাহক অর্জন করে ফেলেছে জিও। জিও কর্নধার মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ১ এপ্রিল থেকে রিলায়েন্স জিও ট্যারিফ প্ল্যান চালু করতে চলেছে। এই ট্যারিফ প্ল্যানে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি থাকবে। আর কী কী বললেন তিনি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ১ এপ্রিল থেকে জিও-র ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে।


২) জিও-র সমস্ত ট্যারিফ প্ল্যানে যেকোনও নেটওয়ার্কে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি।


আরও পড়ুন জানেন জিও-র পরবর্তী পদক্ষেপ কী?


৩) প্রোমো অফার শেষ হয়ে গেলে ১ এপ্রিলের পর থেকে জিও-র নেটওয়ার্কে কোনও রোমিং নেই।


৪) প্রাইম মেম্বারশিপ ঘোষণা করেছে জিও। প্রথম ১০০ মিলিয়ন গ্রাহক জিও-র এই প্রাইম মেম্বারশিপ অটোমেটিক্যালি পেয়ে যাবেন।


আরও পড়ুন শুধু 4G নয়, এবার 2G-3G ফোনেও ব্যবহার করুন জিও! জানুন কীভাবে


৫) জিও-র প্রাইম মেম্বাররা ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার এনজয় করতে পারবেন।


৬) একবার ৯৯ টাকা প্রতি বছরে ফি দিয়ে গ্রাহকেরা জিও-র প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।