কী কী ডকুমেন্ট লাগছে জিও ফোন বুকিং করতে?
ওয়েব ডেস্ক: গ্রাহকদের জন্য রোজই নতুন নতুন অফার নিয়ে এসে হাজির করছে রিলায়েন্স জিও । আপনিও নিশ্চয়ই জিও –র কোনও না কোনও অফার ব্যবহার করছেন.. তবে এবার আর শুধুমাত্র নতুন অফারই নয়, ফ্রিতে ফোন নিয়ে এল জিও।
কিন্তু কী কী ডকুমেন্ট লাগছে জিও ফোন বুকিং করতে?
যেকোনও জিও রিটেলারের কাছে যান। সেখানে জিও ফোন বুকিং করতে গেলে আধার কার্ড লাগবে। আধার তথ্য দিতে হবে। একটি আধার কার্ডে আপনি একটি মাত্র জিও ফোন বুকিং করতে পারবেন। আধার নম্বর দেওয়ার পর আপনাকে একটি টোকেন নম্বর দেওয়া হবে। ফোনটি ডেলিভারীর সময় সেই টোকেন নম্বরটি দরকার হবে।