নিজস্ব প্রতিবেদন: এবার মুকেশ আম্বানির সংস্থাও নিয়ে আসতে চলেছে স্মার্ট ফোন। আগামী মাসেই ভারতে লঞ্চ করবে Reliance Jio Phone 3। মনে করা হচ্ছে ২৪ এপ্রিল ভারতে লঞ্চ করবে এই ফোন। আর এর মধ্যেই ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফিকেশন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Reliance Jio Phone3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে থাকতে পারে Android v8.1 (Oreo) অপারেটিং সিস্টেম।


২) এছাড়াও এই ফোনে থাকতে পারে ২ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।


৩) ১.৪ GHz প্রসেসর থাকতে পারে এই ফোনে।


৪) সেলফি ক্যামেরায় থাকতে পারে ২ মেগাপিক্সেল ক্যামেরা ও পিছনে থাকতে পারে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


আরও পড়ুন: করোনাভাইরাস সচেতনতায় অভিনব উদ্যোগ, ফোনের কলার টিউনেই থাকছে চমক


৫) এই ফোনে ২৮০০ mAh ব্যাটারি থাকতে পারে।


৬) এই ফোনে ৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকতে পারে।


৭) ভারতে এই ফোনের দাম হতে পারে ১,২২৮ টাকা থেকে ৪,৫০০ টাকার মধ্যে।