আপনার নম্বর বন্ধ করে দিতে পারে জিও! জানুন কী করবেন
সম্প্রতি একটি সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, জিও গ্রাহকদের যে সমস্ত নম্বর ভেরিফিকেশন করা নেই, সেই সমস্ত নম্বর নাকি জিও বন্ধ করে দিচ্ছে। আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার জিও নম্বরটি ভেরিফিকেশন করা না থাকে, তাহলেই আপনার নম্বরটি বন্ধ করে দেবে জিও।
ওয়েব ডেস্ক: সম্প্রতি একটি সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, জিও গ্রাহকদের যে সমস্ত নম্বর ভেরিফিকেশন করা নেই, সেই সমস্ত নম্বর নাকি জিও বন্ধ করে দিচ্ছে। আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার জিও নম্বরটি ভেরিফিকেশন করা না থাকে, তাহলেই আপনার নম্বরটি বন্ধ করে দেবে জিও।
আরও পড়ুন মুশলিমদের জন্য দারুণ পদক্ষেপ যোগী আদিত্যনাথের
যাঁরা এখনও নিজের আধার কার্ডের সঙ্গে আপনার জিও নম্বরটি ভেরিফাই করেননি, তাঁরা এখনই ভেরিফিকেশন করিয়ে নিন। নাহলে যেকোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনার নম্বরটি। ভেরিফিকেশনের জন্য ১৯৭৭ নম্বরে ফোন করুন। এরপর ভেরিফিকেশনের জন্য় আপনার কাছে যেমন যেমন তথ্য চাওয়া হবে, সেগুলো দিন। তাহলেই আপনার নম্বরটি যাচাই হয়ে যাবে।
আরও পড়ুন ‘ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড’-র ফলে ডায়াবিটিসের ঝুঁকি বাড়ে মেয়েদের মধ্যে