ওয়েব ডেস্ক : Reliance Jio বাজারে আসার পর 4G নিয়ে মাতামাতির শেষ নেই। মূহুর্তে ডাউনলোড হয়ে ‌যাচ্ছে তথ্য, ছবি। কিন্তু Jio-র সঙ্গে অন্যান্য টেলিকম সংস্থাগুলি কি পাল্লা দিতে পারছে? জেনে নিন কি বলছে TRAI।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বছর অগাস্ট মাসের হিসেব অনু‌যায়ী ডাউনলোড স্পিডের দিক থেকে ভারতের টেলিকম বাজারে এখন ধরাছোঁয়ার বাইরে Reliance Jio। গত মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড ছিল ১৮.৩৩৩ Mbps। তবে জিও-র ওই স্পি়ড জুলাই মাসের থেকে খানিকটা কম। ওইমাসে জিওর ডাউনলোড স্পিড ছিল ১৮.৬৫৪ Mbps। মে মাসে ওই স্পিড ছিল ১৯.১২৩ Mbps। অগাস্ট মাসে ভোডাফোন, আইডিয়ার ডাউনলোড স্পিডও বেশ ভালো ছিল।


অগাস্ট মাসে ডাউনলোড স্পিডের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ভোডাফোন। স্পি়ড ছিল ৯.৩২৫ Mbps। ঠিক তার আগের মাসেই ভোডাফোনের ওই স্পিড ছিল ১১.০৭৮ Mbps।


অগাস্ট মাসে ডাউনলোড স্পিডে তৃতীয় স্থানে ছিল এয়ারটেল। তাদের ডাউনলোড স্পিড ছিল ৯.২৬৬ Mbps।


আইডিয়ার ডাউনলোড স্পিড ছিল ৮.৮৩৩ Mbps।


অন্যদিকে, আপলোড স্পিডের দিক থেকে অগাস্ট মাসে গোটা দেশে এগিয়ে ছিল আইডিয়া। স্পিড ছিল ৬.২৯২ Mbps।


দ্বিতীয় স্থানে ছিল ভোডাফোন। আপলোড স্পিড ছিল ৫.৭৮২ Mbps।


তৃতীয় স্থানে ছিল জিও। স্পিড ছিল ৪.২২৫ Mbps।


চতুর্থ স্থানে ছিল এয়ারটেল। স্পিড ছিল ৪.১২৩ Mbps।


আরও পড়ুন-খুব সাবধান! ফেসবুকে শেয়ার করা ছবিই মুখ হয়ে উঠছে পর্ন সাইটের