নিজস্ব প্রতিবেদন: নেটওয়ার্ক না থাকলেও এ বার ভয়েস ও ভিডিও কলিং নিশ্চিন্তে করতে পারবেন Jio গ্রাহকরা! কারণ শীঘ্রই গোটা দেশে চালু হচ্ছে সংস্থার নতুন ওয়াই-ফাই কলিং পরিষেবা। আগামী ১৬ জানুয়ারির মধ্যে গোটা দেশেই এই পরিষেবা চালু করতে উদ্যোগী মুকেশ আম্বানির সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে ১৫০টি মোবাইল হ্যান্ডসেটে এই ওয়াই-ফাই কলিং ফিচার সাপোর্ট করবে। জানা গিয়েছে, প্ল্যান অ্যাকটিভ থাকলে Jio গ্রাহকরা যে কোনও ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত হয়ে (কানেক্ট করে) ভয়েস কল করতে পারবেন। মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে। ভয়েস কল ছাড়াও ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ভিডিয়ো কল করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা ব্যবহারের জন্য অতিরিক্ত কোনও টাকা খরচ করতে হবে না Jio গ্রাহকদের।


আরও পড়ুন: ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করতে উদ্যোগী Uber! উড়ন্ত গাড়ি বানাবে Hyundai


গত মাসেই ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এসেছে Airtel। নির্দিষ্ট কয়েকটি OnePlus, Apple, Samsung আর Xiaomi-এর ফোনেই Airtel-এর এই ওয়াই-ফাই কলিংয়ের পরিষেবা কাজ করে। এ বার মুকেশ আম্বানির সংস্থাও নেমে পড়ল প্রতিযোগিতায়।