ওয়েব ডেস্ক : নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেওয়া হবে জিওর আনলিমিটেড ফ্রি ডেটা ও কলের অফার। আজ রিলায়েন্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে তাতে কোনও সমস্যা হবে না বর্তমান গ্রাহকদের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রাইয়ের পক্ষ থেকে রিলায়েন্সকে জানানো হয়েছে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে জিওর ওয়েলকাম অফার বন্ধ করতে হবে। ট্রাইয়ের নিয়ম অনুসারে কোনও টেলিকম সংস্থা ৯০ দিনের বেশি একটি প্রোমোশনাল অফার চালাতে পারে না। সেই মতো আগামি ৩ ডিসেম্বরই শেষ হচ্ছে জিওর এই ওয়েলকাম অফার। ৪ঠা ডিসেম্বর থেকে এই অফারের আওতায় কোনও সিম বিক্রি করতে পারবে না জিও। তবে তার জন্য বর্তমান গ্রাহকদের কোনও সমস্যা ভোগ করতে হবে না।


রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রাইয়ের নির্দেশ মেনেই ৪ ডিসেম্বর থেকে গ্রাহকদের জন্য নতুন অফার চালু করা হবে। তবে তার আগে পর্যন্ত যারা এই সিম কিনছেন তাদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্তই মিলবে বিনামূল্যে পরিষেবা।