ওয়েব ডেস্ক : এবার কি ঝাঁপ বন্ধ করতে চলেছে রিংগিং বেলস? বন্ধ হয়ে যাবে বিশ্বের সব থেকে সস্তার স্মার্টফোনের নির্মান? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। যদিও, সংস্থার তরফে এই বিষয়টি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি ওয়েবসাইটের বলা হয় Freedom 251-এর নির্মাতা সংস্থা রিংগিং বেলস তাদের ঝাঁপ বন্ধ করতে চলেছে। ওয়েবসাইটের দাবি, অপর একটি নামে সংস্থা খুলতে চলেছে রিংগিং বেলস। ফলে বন্ধ করে দেওয়া হবে রিংগিং বেলস।


আরও পড়ুন- আপনি পেটিএম করলে এই খবরটি অবশ্যই জানুন


‌যদিও রিংগিং বেলসের মুখপাত্র জানিয়েছেন ওয়েব সাইটের দাবি ভিত্তিহীন। বাজারে আগের মতোই রয়েছে রিংগিং বেলস। তবে ওই নতুন নামের সংস্থাটির কথা স্বীকার করেছেন তিনি। বলেছেন রিংগিং বেলসের থেকে ওই সংস্থাটির ব্যবসায়িক লক্ষ্য আলাদা।