ওয়েব ডেস্ক: এখন কোমায়! তবে তাঁর নিশ্চিত মৃত্যু জেনে সত্যিই কষ্ট হচ্ছে আমাদের। কারণ তাঁর হাত ধরেই তো আমরা ওয়বেদুনিয়ায় পা রাখতে পেরেছি। কখনও কখনও টেকনোলজির দৌড়ে টেকনোলজিও অপ্রয়োজনীয় হয়ে যায়। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুই দশক ধরে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এসেছে তথ্য পরিষেবা। নড়বড়ে মাউস হাতে ie হয়ত প্রথম মানুষকে বইমুখো থেকে ওয়েবমুখো করতে শিখেয়েছে। কিন্তু মোজিলা, গুগল ক্রোমের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে পরেছিল ইন্টারনেট এক্সপ্লোরার। ওয়েব টেকনোলজি যত আপটেড হতে থাকে ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা গেছে সেগুলি যথাযথ সার্পোট হয়নি। সময়ের সঙ্গে বরাবরই অন্যান্য ব্রাউজার টেক্কা দিয়ে এসেছে ইন্টারনেট এক্সপ্লোরারকে।


১৭ মার্চ মাইক্রোসফটের মার্কেটিং প্রধান ক্রিস কেপোসেলা জানিয়েছেন, এক্ষুনি বন্ধ না হলেও উইনডোজ ১০ আমরা নতুন ওয়েব ব্রাউজার নিয়ে আসছি। নতুন নাম, নতুন ব্রান্ড। টেক্কা দিতে পারবে অন্যান্য ব্রাউজারকে।" তবে একটাই কৌতূহল জাগছে মনে মাইক্রোসফটের নতুন ব্রাউজারে নাম কী?