নিজস্ব প্রতিবেদন: দুর্দান্ত সব বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে Samsung Galaxy X। হয়তো ২০১৮-র আগস্টেই লঞ্চ হতে পারে এই ফোনটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ফোনে থাকছে ৭.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি স্ক্রিন যা সহজেই দুই থেকে তিনটি ভাঁজে মুড়ে ফেলা যাবে। তবে ফোন ভাঁজ করে রাখা হলেও সম্পূর্ণ খোলার পর ভাঁজের জন্য কোনও রেখা বা দাগ আলাদা করে বোঝা যাবে না Galaxy X-এ। বেশ কয়েকটি সূত্রের দাবি, ১ লক্ষ বার ভাঁজ করে রাখার পরও স্ক্রিন এবং বডি কোনও রকম ক্ষতিগ্রস্ত হবে না।


জানা গিয়েছে, এই ফোনে ৬ জিবি RAM থাকার কথা। ফোনের ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি-র আশেপাশে রাখা হবে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


আরও পড়ুন: বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ১০ স্মার্টফোন!


 


বেশ কয়েকটি সূত্রের দাবি, Quad-core (কোয়াড কোর) প্রসেসর সম্বলিত এই ফোনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। উন্নত মানের রিয়ার ক্যামেরাটি ১৮ মেগাপিক্সেলের। ক্যামেরায় থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার। এছাড়া ৬০০০ mAh-এর ব্যাটারি থাকতে পারে এই ফোনে।


Samsung Galaxy X-এর স্পেসিফিকেশন সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট তথ্য মেলেনি। ভারতে এই ফোনটির দাম ৩৯,৯৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮-র আগস্টে Samsung Galaxy X লঞ্চ হতে পারে বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। আবার কিছু মিডিয়া রিপোর্টে জানুয়ারি, ২০১৯-এ ফোনটি লঞ্চ হতে পারে আশা প্রকাশ করা হয়েছে। যদিও Samsung-এর তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও নির্ধারিত দিন ঘোষিত হয়নি।