অবিশ্বাস্য দামে লঞ্চ হল Samsung Galaxy A10s
দেখে নিন Samsung Galaxy A10s-এর স্পেসিফিকেশন ও দাম...
নিজস্ব প্রতিবেদন: গত কয়েক বছরে ভারতের স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছে একাধিক চিনা সংস্থা। কম দামেই উন্নত ফিচার্স দিতে প্রতিযোগিতায় নেমেছে সব সংস্থাই। তবুও নির্ভরযোগ্যতার দিক দিয়ে এখনও ক্রেতাদের ভরসা Samsung। সেই নির্ভরযোগ্যতাকেই ইউএসপি করে বাজেট স্মার্টফোনের বাজার ধরে রেখেছে Samsung। তাছাড়া ভারতে সংস্থার A সিরিজের স্মার্টফোনের বিক্রিও বেশ ভাল এই মুহূর্তে। সেই দিকে নজর রেখেই বাজেট স্মার্টফোনের বাজারে A সিরিজের নতুন মডেল আনল সংস্থা। চলতি বছরের শুরুতে বাজারে আসা Galaxy A10-এর নতুন সংস্করণ হিসাবে প্রকাশ্যে এল Galaxy A10s স্মার্টফোন। দেখে নিন Samsung Galaxy A10s-এর স্পেসিফিকেশন ও দাম।
Galaxy A10s-এর স্পেসিফিকেশন ও দাম:
১) আগের সংস্করণের মতোই থাকছে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১ শতাংশের বেশি। ফোনে রয়েছে ইনফিনিটি ‘V’ নচ ডিসপ্লে।
২) ২ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে Galaxy A10s। microSD কার্ডের মাধ্যমে মেমরি বাড়িয়ে নেওয়া যাবে।
৩) থাকছে Android ৯.০ (Pie) আর ১.৫ GHz Octa core (১০ nm) প্রসেসর।
৪) ১৩+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৫) ফোনের স্ক্রিনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
৬) আগের মডেলে ছিল ৩,৪০০ mAh-এর ব্যাটারি। এখন সেই ব্যাটারি বাড়িয়ে ৪,০০০ mAh করা হয়েছে। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type C port (ফার্স্ট চার্জিং-এ সহায়ক)।
৭) Samsung Galaxy A10s-এর দাম ৯,৪৯৯ টাকা।
মঙ্গলবার ফোনের লঞ্চের অনুষ্ঠানে সংস্থার এক কর্তা জানান, ভারতের অল্পবয়সী ক্রেতাদের কথা মাথায় রেখেই আনা হয়েছে এই ফোন। কম দামের মধ্যেই ভাল পারফর্মান্স দেওয়াই সংস্থার লক্ষ্য।